টেস্ট চলছে, এরমধ্যেই টি২০ ভারতীয় দল ঘোষণা করে দিল বিসিসিআই। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে সুযোগ পেলেন একঝাঁক নতুন মুখ। যদিও তাতে বাংলার কেউই নেই। কেকেআরের অবশ্য তিন তারকা সুযোগ পেলেন গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলে। অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদবই। বিশ্রাম দেওয়া হয়েছে শুভমন গিলকে। অনেকদিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী। প্রত্যাশামতোই রয়েছেন রিঙ্কু সিং। প্রথমবার ডাক পেয়েছেন হর্ষিত রানাও। আইপিএলে ঝলমল পারফরম্যান্সের জোরে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদব। এসেছেন নীতীশ কুমার রেড্ডি, রিয়ান পরাগরাও। একনজরে দেখে নেওয়া যাক টি২০ তে ভারতীয় স্কোয়াড।
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা,অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।