কানপুরে ঝামেলার আশঙ্কা ছিল। কিন্তু কে জানত টেস্ট ম্যাচে হামলা চালাবে একদল বাঁদর। তাদের উৎপাতেই জেরবার দর্শকরা। কারোর মোবাইল, কারোর হাতের খাবার দেদার কেড়ে নিচ্ছিল তারাই। বাঁদর তাড়াতেই আনা হল একদল হনুমান। শেষপর্যন্ত নিরাপত্তা দিতেই ভাড়া করা হয়েছে একদল লেঙ্গুর। ভেন্যু ডিরেক্টর সঞ্জয় কাপুর বলেন, ‘বানরের উৎপাত বন্ধ করতে আমাদের লেঙ্গুর ভাড়া করতে হয়েছে।’ তাই পুলিশের পাশাপাশি লেঙ্গুরকেও নিরাপত্তা দিতে দেখা গিয়েছে গ্রিন পার্ক স্টেডিয়ামে।