Monday, May 29, 2023
HomeUncategorizedঠিক যেন রূপকথা, দিদি প্রিয়াঙ্কার তিলক থেকে রাঘবের ভালোবাসা! চোখে জল পরিণীতির

ঠিক যেন রূপকথা, দিদি প্রিয়াঙ্কার তিলক থেকে রাঘবের ভালোবাসা! চোখে জল পরিণীতির

রাঘব চড্ডা এবং পরিনীতি চোপড়ার আংটি বদলের অনুষ্ঠান ছিল ১৩ই মে। তারা এবারে আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের মান্যতা দিলেন। বলিউডের অভিনেত্রী প্রেমে পড়েছেন একজন রাজনৈতিক নেতা তাই তাদের বাগদান অনুষ্ঠানে রাজনৈতিক জগৎ থেকে এবং বলিউডের তারকরা উপস্থিত ছিলেন।

অভিনেত্রী পরিনীতি বেশ কিছু ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করলেন সোমবারে। পরিণতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এসেছিলেন সুদূর আমেরিকা থেকে হবু বরকে আশীর্বাদ করতে। তার পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে যেখানে অভিনেত্রী রাঘবের কাঁধে মাথা রেখে কাঁদছেন। আসলে এটা ছিল আনন্দের কান্না।

পরিনীতি লিখেছেন,” যখন তুমি জানো, তুমি সেটা জানো। একসঙ্গে একটা ব্রেকফাস্টেই আমি বুঝেছিলাম তুমি সেই। পৃথিবীর সবচেয়ে সুন্দর অসাধারণ মানুষ যারা সত্যিই শান্তি শক্তি এবং অনুপ্রেরণা। ওর সাপোর্ট বন্ধুত্ব হাস্যরস সম্পূর্ণটাই নিখাদ। ও আমার ঘর।” তিনি আরো লিখেছেন,” রূপকথার গল্পে আমি যেন তখন রাজকন্যা। আমি কল্পনা করতে পারি কিভাবে সেই কথার গল্প শুরু হল। এটা আমার কল্পনার থেকেও বেশি সুন্দর ছিল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments