‘ঠিক যেমন তুমি, সারাজীবন তেমনই থেকো…’ প্রিয় ‘এভি’র জন্মদিনে আদুরে খোলাচিঠি কথার। এ দিন সোশাল মিডিয়ায় নিজের ও সাহেব ভট্টাচার্যেরর একাধিক মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেছেন সুস্মিতা দে। ‘কোনও বইয়ে লিপিবদ্ধ ভাষা’ নয়, খুব আদর-যত্নেই ক্যাপশনে অভিনেত্রী লিখেন, ‘আরও একটা বছর যেন খুশি ও আনন্দে ভরা হয় এই শুভেচ্ছা জানাই…জীবনের নতুন এই বছরে যেন আরও বড় স্বপ্ন পূরণ হয় এবং আরও অনেক কিছু তুমি অর্জন করো।’ অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, দুই তারকার খুনসুটির সাক্ষী সকলেই। জন্মদিনে সাহেবকে ‘ডোরেমন’ ও ‘সুপারম্যান অফ লবরডাংঘটাং’ বলেও সম্বোধন করে সুস্মিতা লেখেন, ‘তুমি যেমন ঠিক তেমনই থেকো। আমায় সহ্য করার জন্য আর এত কিছু শেখানোর জন্য অনেক ধন্যবাদ।’