ঠেকে শিক্ষা একেই বলে! স্পিনবান্ধব উইকেট বানিয়ে প্রথম দু’টেস্টেই বুমেরাং হতে হয়েছে ভারতকেই। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অন্য অস্ত্রই ব্যবহার করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেইমতোই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতে চলেছে স্পোর্টিং পিচ। সূত্রের খবর তেমনই।ফলে উইকেটে সামান্য ঘাস যেমন থাকতে পারে, তেমন শেষদিকে স্পিনাররা সুবিধে আদায়ও করে নিতে পারবে। বিসিসিআইয়ের প্রধান পিচ কিউরেটর আশিস ভৌমিক এবং এলিট প্যানেলের পিচ কিউরেটর তাপস চট্টোপাধ্যায় দেখা করেছেন মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামের পিচ কিউরেটর রমেশ মামুনকারের সঙ্গে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এই ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ রোহিতদের কাছে।