More
    Homeঅনান্যঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

    ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

    বাড়িতেই ঠোঁটের সুরক্ষায় লিপ বাম যেভাবে বানাবেন

     

    বাসায় লিপবাম বানাতে ব্যবহার করা হবে সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। যার ফলে ঠোঁটের ক্ষতি হওয়ারতো চান্সই নেই। উলটো বেশ কিছু টাকাও কিন্তু বেঁচে যাবে। ঘরে তৈরি লিপ বামগুলোও কিন্তু সুপার হাইড্রেটিং এবং ময়শ্চারাইজিং হবে আর নিজের মনমতো ফ্লেভারও আপনি যোগ করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়াই। জেনে নেই কিভাবে, এই শীতে ঠোঁটের সুরক্ষায় নিজেই বানিয়ে নিবেন ৩ ধরনের লিপ বাম!

     

     

     

     

    লিপ স্ক্রাব

     

    লিপ বাম লাগানোর আগে ঠোঁট স্ক্রাব করে নেয়টা জরুরি। এতে করে ঠোঁটের ডেড সেলস দূর হবে এবং ঠোঁট স্মুদ হবে। তাই বোনাস হিসেবে থাকছে একটা লিপ স্ক্রাবের রেসিপি। ঘরেই এটা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন।

     

     

     

     

    উপকরণ –

     

     

     

     

    ১. ব্রাউন সুগার বা সী সল্ট

     

     

     

     

    ২. গ্লিসারিন

     

     

     

     

    ৩. রোজ ওয়াটার

     

     

     

     

    যেভাবে লিপ স্ক্রাবটি তৈরি এবং ব্যবহার করবেন-

     

     

     

     

    ১) প্রথমে ছোট একটা বাটিতে ১ চা চামচ ব্রাউন সুগার বা সী সল্ট নিয়ে নিন। এর মধ্যে ২ ফোঁটা গ্লিসারিন এবং ২ ফোঁটা রোজ ওয়াটার নিয়ে মিক্স করে নিন।

     

     

     

     

    ২) লিপ স্ক্রাবটি নিয়ে জেন্টলি ঠোঁটে ১-২ মিনিট ম্যাসাজ করুন। এরপর ওয়ার্ম ওয়াটার দিয়ে ধুয়ে ফেলুন এবং ঠোঁট মুছে নিন। সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করবেন।

     

     

     

     

    ৩ ধরনের লিপ বাম

     

    ১. হানি লিপ বাম:

     

     

     

     

    উপকরণ

     

     

     

     

    ১. মধু:

     

     

     

     

    মধু ড্রাই লিপস-এর জন্য বেশ কার্যকরী। মধু শুষ্ক ঠোটকে বেবী সফট বানাতে হেল্প করে। এতে অনেক হিলিং প্রোপার্টিজ রয়েছে যা ঠোঁটে এক্সট্রা ময়েশ্চার যোগ করে। এছাড়াও এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্টস, ঠোঁটের ইউভি ড্যামেজ রিপেয়ার করে।

     

     

     

     

    ২. কোকোনাট অয়েল:

     

     

     

     

    কোকোনাট অয়েল ফাটা ঠোঁটের জন্য খুবই ভালো। এতে রয়েছে ময়শ্চারাইজিং উপাদান, যা ঠোঁটকে সফট বানিয়ে দেয়।

     

     

     

     

    ৩. ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল:

     

     

     

     

    ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েলে রয়েছে এক্সট্রা হিলিং পাওয়ার এবং এটা অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে।

     

     

     

     

    ৪. বি- ওয়াক্স বা মৌমাছির মোম এবং

     

     

     

     

    ৫. একটি পরিষ্কার খালি লিপ বামের কৌটা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments