Monday, May 29, 2023
HomeUncategorizedডঃ অনির্বাণ গুহকে ভালো করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে রাধিকা, শেষ...

ডঃ অনির্বাণ গুহকে ভালো করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে রাধিকা, শেষ পর্যন্ত সফল হবে কি সে?

স্টার জলসা অন্যতম এক সিরিয়াল হল এক্কাদোক্কা। পোখরাজদের হসপিটালে একটি অ্যাক্সিডেন্ট এসেছে কার এক্সিডেন্ট হয়েছে। তাই পুলিশ নিয়ে এসেছে তাদের হাসপাতালে চিকিৎসার জন্য।

কার এক্সিডেন্ট আর কারোরই নয় ডক্টর অনির্বাণ গুহর হয়েছে। সেখানে গিয়েও রাধিকাকে অপমান করছে অনির্বাণের পিসি কিন্তু তার হয় দাঁড়িয়েছে রঞ্জাবতী। সে বলে আর যাই হোক রাধিকাদি কখনো ভুল কাজ করতেই পারেনা। সে সবসময় ন্যায়ের পাশে দাঁড়ায়।

ডক্টর অনির্বাণ গুহ এর জ্ঞান ফিরেছে। রাধিকা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ঠিক তখনই চোখ মেলতেই তাকে জিজ্ঞাসা করে সে এখন কেমন আছে কিন্তু কোন উত্তরই সে দিতে চায় না। তার জন্যে রাধিকা খুব সুন্দর একটা ফুল এনেছে এবং সে বলে সেই ফুলে তার কোন এলার্জি হবে না। তারপর তাকে খাইয়ে দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments