Wednesday, June 7, 2023
HomeUncategorizedডক্টর গুহর নার্সিংহোম ছেড়ে চলে গিয়েছে নার্সরা, ফেরাতে পারবে কি রাধিকা?

ডক্টর গুহর নার্সিংহোম ছেড়ে চলে গিয়েছে নার্সরা, ফেরাতে পারবে কি রাধিকা?

 

স্টার জলসা অন্যতম এক সিরিয়াল হল এক্কাদোক্কা। বর্তমান যুগে দাড়িয়ে ধারাবাহিক গুলি সম্পূর্ণ নির্ভর করে টিআরপির ওপরে।ডক্টর অনির্বাণ গুহ যখন আসল সত্যিটা জানতে পারল তখন সেই নিজেই পৌঁছে গিয়েছে হসপিটালে রাধিকার কাছে।

 

একটি নার্স এসে বলে যে পেশেন্ট এখন ভালো আছে শুধুমাত্র অনির্বাণ স্যারের প্রেয়ার কাজে দিয়েছে।

ডক্টর অনির্বাণ গুহ বেরিয়ে এসে বলে রাধিকা এখন আউট অফ ডেঞ্জার। এটা শুনে রাধিকার বাবা এবং সকলেই বেশ অনেকটা স্বস্তি পেল। রাধিকার বাবা মা এবং পিসি দেখতে যেতে চাইল।

 

ডক্টর গুহ কোথাও যেন নিজের ভুলটা বুঝতে পেরে তার নিজের হসপিটাল সে ছাড়তে চাইছে তখন সমস্ত নার্সরা এসে বলে যে তারা যা ব্যবহার করেছে তার জন্য ক্ষমা করে দিতে তাদেরকে সে যেন এই হসপিটাল ছেড়ে চলে না যায়। কিন্তু ডক্টর গুহ তা মানতে নারাজ তখন তারা বলে যদি রাধিকা এসে বলে তাহলে কি আপনি থাকতে পারবেন। নোটন অনির্বাণ গুহ বললে যে তার চলে যাওয়ার সঙ্গে নার্সদের কোন সম্পর্ক নেই সে আগেও চলে যেতে চেয়েছিল এখন সে আবারো চাইছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments