Wednesday, June 7, 2023
HomeUncategorizedডন থ্রি-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে!

ডন থ্রি-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে!

 

দেখা যাবে না শাহরুখ খানকে ডন থ্রি তে। কিন্তু তার বদলে কে হবে ডন সেই নিয়েই জল্পনা তুঙ্গে। এই ছবি বেশ অনেকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে ডন থ্রি থেকে বেরিয়ে গিয়েছে শাহরুখ। এবারে শাহরুখের জায়গায় জায়গা করে নিয়েছেন রণবীর সিং। বলিউডের প্রথম সারির অভিনেতাদের নাম জল্পনা ছিল তার মধ্যে রণবীরের নামও ছিল। সবাইকে পেছনে ফেলে এবারে তিনি ডন হিসাবে এগিয়ে এলেন

 

বক্স অফিসে বিরাট সাফল্য এনে দিয়েছিল ডন ও ডন টু। কিন্তু শাহরুখ খানের ডন থ্রি এর গল্প পছন্দ হয়নি। ফারহান আক্তারের দ্বিতীয় পছন্দ রণবীর সিং। তার প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে রণবীর ইতিমধ্যেই দুটো ছবিতে কাজ করেছেন তা হল ২০১৫ সালে ‘দিল ধড়াক নে দো’ ২০১৮ সালে ‘গাল্লি বয়’। এই দুটি ছবি ব্যবসায়ে বেশ সাফল্য লাভ পেয়েছিল।

 

সূত্রের মারফত খবর রণবীরের ইতিমধ্যেই ভিডিও শুট করা হয়ে গিয়েছে। প্রোডাকশন হাউজ আর দেরি না করে সেটি রিলিজের ডেট ঠিক করছে। এর আগে ফারান ভেবেছিলেন শাহরুখ এবং অমিতাভ বচ্চনকে নিয়ে ডন থ্রি পরিকল্পনা করার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments