More
    Homeকলকাতাডাকাতি ছক বানচাল করল পুলিশ

    ডাকাতি ছক বানচাল করল পুলিশ

    ডাকাতি ছক বানচাল করল পুলিশ,নিউ জলপাইগুড়ি কিশোর সংঘ মাঠ থেকে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

     

     

     

     

     

    আরও একবার ডাকাতি ছক বানচাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি কিশোর সংঘ মাঠ এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চারজন দুষ্কৃতিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের নাম মকশিদুল আলম,বিকাশ দর্জি,মহম্মদ রাজু,রেজ্জাক ইসলাম। মকসিদুল পোড়াঝাড়, বিকাশ ডুয়ার্সের চ্যাংমারি, রাজু জোরপাকড়ি এবং রেজ্জাক মোড়গ্রাম এলাকার বাসিন্দা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের কাছে খবর আছে বেশ কয়েকজন দুষ্কৃতি একসঙ্গে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। এরপরেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বেশ কয়েকজন দুষ্কৃতি ঘটনাস্থল থেকে চম্পট দিলেও চারজনকে গ্রেফতার করা হয়। ডাকাতের উদ্দেশ্য নিয়ে আশা বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। রবিবার ধৃত চারজন দুষ্কৃতিকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments