বেশ কয়েক দিন ধরে তুফানগঞ্জ-২ ব্লকের বারকোদালি-২ গ্রাম পঞ্চায়েতের মেচকোকা এলাকায় গ্রামীণ রাস্তা দিয়ে মাটি বোঝাই ডাম্পারের দৌড়াত্যে অতিষ্ট হয়ে উঠেছে এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার মাটি বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভে ফেটে পড়েন বারকোদালি-২ গ্রাম পঞ্চায়েতের মেচকোকা এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ,এলাকায় বেশ কিছুদিন ধরেই বেআইনিভাবে মাটি কাটা চলছে। কৃষি জমি থেকে মাটি মাফিয়ারা গ্রামের রাস্তা দিয়ে অবৈধভাবে ডাম্পারে করে মাটি পাচার করছে বলে অভিযোগ। বারংবার প্রশাসনকে জানিও কোনো কাজ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তাই বাধ্য হয়ে এদিন মাটি বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এলাকায় ডাম্পার চলাচলে নিষেধাজ্ঞা জারি করলে বিক্ষোভ তুলে নেন এলাকা বাসিন্দারা। পরবর্তীতে ঘটনা স্থল থেকে পুলিশ একটি আথমুভার ও একটি ডাম্পার আটক করে নিয়ে যায় থানায়। তবে পুলিশ সূত্রে জানা যায় , গাড়িগুলোর মাটি তোলার বৈধ রয়েলটি রয়েছে। তবে ইতিমধ্যেই পুরো ঘটনা খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ। যদিও এ ব্যাপারে তুফানগঞ্জ-২ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারীক স্বপন কুমার হাজদার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে এ ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।