ডার্বিতেই বঙ্গ ফুটবলরারের হাহাকারের টিফো ঝুলেছিল যুবভারতীতে। লেখা ছিল ‘গ্যালারি আজ বলছে ভাই, ডার্বিতে বাঙালি ফুটবলার চাই।’ তিন প্রধানের সমর্থকরা যখন বাঙালি ফুটবলারদের অভাবে হা হুতাশ করছে, তখন দাপিয়ে বেড়াচ্ছে বাংলার মেয়েরা। ২৯ তম সিনিয়র জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে জম্মু-কাশ্মীরকে গোলের মালাই পরাল বাংলা। এক, দুই বা দশ গোল নয়, ১৯ গোল দিল বাংলার মেয়েরা। প্রথমার্ধে হয় ১১ গোল, ৮ গোল হয় দ্বিতীয়ার্ধে। ১৯টির মধ্যে ১০টি গোলই করেন সুলঞ্জনা রাউল। এছাড়া হ্যাটট্রিক করেন মৌসুমী মুর্মু ও সোনালি সোরেন। জোড়া গোল করেন প্রিয়া রুইদাস ও বাকি একটি গোল করেন সুজাতা মাহাতো।