ডার্বিতে কি চমক দেবে? সদ্য সই করা ভেনেজুয়েলান স্ট্রাইকারকে তড়িঘড়ি আইএসএলে নথিভুক্ত করানো হল। যাচ্ছেন গুয়াহাটিও। যদিও ভারতেই এসে পৌঁছননি এখনও রিচার্ড সেলিস। সব ঠিক থাকলে, শুক্রবার রাতে সরাসরি গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেবেন লাল হলুদের নবাগত বিদেশি।