সামনে পুজো। আপাতত ম্যাচ নেই। পরপর চার হারের ধাক্কা সামলে নতুন উদ্যোম দরকার। তারজন্যই কয়েকদিনের বিশ্রাম দেওয়া হল লাল হলুদ ফুটবলারদের। আগামী ১৯ অক্টোবর ডার্বি। তার আগেই নতুন কোচ নিয়োগ করতে চাইছে ম্যানেজমেন্ট। অস্কার ব্রুঁজো ও অ্যালবার্তো রোকার সঙ্গে কথাবার্তা চলছে বলেই অন্দরের খবর। ডার্বিতে নতুন কোচের তত্ত্বাবধানে নামতে চাইছে ইস্টবেঙ্গল। সব ঠিক থাকলে, পুজো শেষে আগামী সোমবার থেকেই ডার্বির প্রস্তুতি নেমে পড়তে পারে লাল হলুদ ব্রিগেড।