ডার্বির ৪ দিন আগেই চমক ইস্টবেঙ্গলের। সই করলেন ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিস। তিনি কি লাল হলুদের প্রত্যাশা পূরণ করতে পারবেন? শেষ ২৫ ক্লাব দলের খেলায় তার গোলসংখ্যা ২! ২০২৪ সালের অক্টোবর থেকে ফ্রি ফুটবলার হয়েই ছিলেন। তবে ২৮ বছরের ফুটবলারের ভেনেজুয়েলার সেরা ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। খেলেছেন কলম্বিয়া ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে। দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ও কোপা আমেরিকাতেও খেলেছেন রিচার্ড। সবমিলিয়ে মোট ২৫০ এর বেশি গোল রয়েছে। মাদিহ তালাল চোটের কারণে ছিটকে গেছেন। তাঁর পরিবর্তেই শীতকালীন উইন্ডোতে এটাই প্রথম সই করাল ইস্টবেঙ্গল। রিচার্ড ভেনেজুয়েলার অ্যাকাডেমিয়া পুয়ের্তো কাবেলোতে শেষ খেলেছেন। অস্কার ব্রুজো বলেছেন, ‘আমরা আশা করছি রিচার্ডের প্রতিভা, স্কিল ও দায়বদ্ধতা ইস্টবেঙ্গলকে ভরসা দেবে। সাফল্য পেতে ওর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।’