More
    Homeখবরডার্বি দিয়েই অভিষেক হল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর

    ডার্বি দিয়েই অভিষেক হল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর

    শনিবার ভোরেই শহরে পা রেখেছেন। আর সন্ধেয় বসলেন ইস্টবেঙ্গলের ডাগ আউটে। ডার্বি দিয়েই অভিষেক হল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। আইএসএল ডার্বিতে এখনও অপরাজেয় মোহনবাগান। এখন দেখার লাল হলুদ ডাগ আউটে অভিষেকে ডার্বি ম্যাচে দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেন কিনা বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচ।

    ইস্টবেঙ্গলের প্রথম একাদশে গোলকিপার রাখা হয়েছে প্রভসুখন সিং গিলকে। ডিফেন্সে থাকছেন প্রভাত লাকরা, আনোয়ার আলি, মহম্মদ রাকিপ ও হেক্টর ইউস্তে। মিডফিল্ডারদের মধ্যে শুরু থেকেই আছেন মাদিহ তালাল, নন্দ কুমার, সাউল ক্রেসপো ও সৌভিক চক্রবর্তী। আর আক্রমণভাগে অধিনায়ক ক্লেটন সিলভা ও ডেভিড লালানসাঙ্গা। মোহনবাগান সুপার জায়ান্টের একাদশে গোলকিপার বিশাল কাইথ। ডিফেন্সে টমাস মাইকেল অলড্রেড, অধিনায়ক শুভাশিস বোস, আলবার্তো রডরিগেজ মার্টিন ও আশিস রাই। মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, লিস্টন কোলাসো ও লালেংমাউইয়া রালতে। আক্রমণভাগে গ্রেগ স্টুয়ার্ট ও জেমি ম্যাকলারেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments