More
    Homeঅনান্যডিপ ক্লিন ও গ্লোয়িং লুক একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই

    ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই

    গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ নিয়ে কিছু কথা

    এর প্যাকেজিং কেমন?

    অনেকটা ছাই ও আকাশী রঙের প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যাবে এই ফেসিয়াল ওয়াশটি। ১০০ এম.এল এর একটি টিউবে থাকে। এর প্যাকেজিং খুবই সুন্দর ও সিম্পল। প্যাকেটের গায়ে ইনগ্রেডিয়েন্ট লিস্ট এবং ব্যবহার করার নিয়মও সুন্দরভাবে দেয়া আছে।

    কোন ধরনের স্কিন টাইপের জন্য?

    অল টাইপ স্কিনকে টার্গেট করে এই ফেসিয়াল ওয়াশটি তৈরি করা হয়েছে। তাই স্কিন টাইপ নিয়ে আলাদা করে ভাবতে হয় না। স্কিন যেমনই হোক না কেন, ডিপ ক্লিন করতে এই ফেসিয়াল ওয়াশটি বেশ কার্যকর।

    কী কী ইনগ্রেডিয়েন্টস আছে? 

    রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ এর মেইন দুটি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে-

    (১) রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট

    (২) ট্যাঞ্জেরিন

    আমাদের ত্বকের যত্নে এই দুটি ইনগ্রেডিয়েন্টস খুব বেশি কার্যকরী। কীভাবে? চলুন প্রথমেই জেনে নেই, রাইস ওয়াটার এক্সট্র্যাক্ট ও ট্যাঞ্জেরিন এর কিছু বেনিফিটস নিয়ে।

     

    রাইস ওয়াটার এক্সট্র্যাক্টের বেনিফিটস 

    • স্কিন ডিপলি ক্লিন করে ফ্রেশ ফিল দেয়
    • ত্বকের ব্রাইটনেস বাড়ায়
    • স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়ায়
    • অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে কাজ করে
    • ত্বককে কোমল করে এবং রিংকেলস প্রিভেন্ট করে
    • স্কিনে সুদিং ইফেক্ট দেয়

    ট্যাঞ্জেরিন এক্সট্র্যাক্টের বেনিফিটস 

    • আনইভেন স্কিন টোনকে ইভেন আউট করে
    • ত্বকের কালো দাগ ও দূর করে
    • পোর রিফাইন করে
    • স্কিন ময়েশ্চারাইজড রাখে

    ফেসিয়াল ওয়াশটি স্কিনে কী কী বেনেফিট দেয়?

    (১) স্কিনের গ্লো ফিরিয়ে আনে এবং স্কিন করে তোলে হেলদি।

    (২) এটির ব্যবহার ত্বক থেকে পল্যুশন, মেকআপ, ডার্ট দূর করে।

    (৩) যাদের ত্বকে বয়সের ছাপ বা বলিরেখা দেখা দিচ্ছে তাদের জন্য এটি বেশ হেল্পফুল। কারণ এজিং প্রিভেন্ট করতে এর জুড়ি নেই।

    (৪) ত্বকের নানা রকম দাগ ও হাইপারপিগমেন্টেশন দূর করতে সাহায্য করে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments