ডিসেম্বরের সন্ধ্যায় চাঁদের হাট! নেপথ্যে টেলি অভিনেত্রী পায়েল সরকারের প্রযোজনায় ‘বঙ্গ কৃতি সম্মান ২০২৪, দ্বিতীয় মরশুম’। কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় থেকে শুরু করে পরান বন্দ্যোপাধ্যায়, তাবড় তাবড় শিল্পীদের সঙ্গেই আয়োজন করা হল তারকাখচিত এই অনুষ্ঠান। যেখানে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এবং পরান বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার। ‘সেরা লিডিং অভিনেত্রী’র পুরস্কার পান নুসরৎ জাহান। অন্য দিকে ‘সেরা প্রোমিনেন্ট অভিনেত্রী’র শিরোপা ওঠে প্রিয়াঙ্কা সরকারের মাথায়। এছাড়াও ‘সেরা টেলিভিশন অভিনেতা’ নীল ভট্টাচার্য এবং প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্তকে পুরস্কৃত করা হয় ‘সেরা অন্ট্রাপ্রেনর’ পুরস্কারে।