কিলকোট চাবাগান থেকে উদ্ধার হল একটি চিতাবাঘ। জানা গেছে, দুদিন আগেই ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয় এলাকায়। এরপর সেই খাঁচায় এদিন সকালে বন্দী হতে দেখা যায় চিতাবাঘকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। উল্লেখ্য গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন সন্ধ্যায় গ্রামে ঢুকে হাঁস, ছাগল তুলে নিয়ে যেত চিতাবাঘ। যে কারণে সেখানে খাঁচা বসানোর দাবি জানায়ে স্থানীয় বাসিন্দারা। এরপর দুইদিন আগে এই চাবাগানের ১১ নং সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখা হয় বনদপ্তর পক্ষ থেকে। এরপর এদিন সকালে সেই ছাগল খেতে এসে খাঁচায় আটকে পড়ে যায় চিতাবাঘটি।খবর পেয়ে বনকর্মিরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায়।প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে ফের গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্র জানা গেছে।