পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া হতে পারে, তবে ‘ডেডিকেশন’ নিয়ে কথা বলার সুযোগ দেন না বিরাট কোহলি। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সবার আগে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়া। পারথ টেস্ট যখন ভারতীয় দল বিমান ধরছে, তখন অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন তিনি আলাদাভাবেই। অস্ট্রেলিয়ান সংবাদপত্রে সে’খবর ফলাও করেই বেরিয়েছে। এ’বছর খারাপ পারফরম্যান্স কাটিয়ে, অস্ট্রেলিয়ায় ছন্দে ফিরতে মরিয়া তিনি।