More
    Homeঅনান্যডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?

    ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ভিন্ন ভিন্ন ক্রিম কেন ইউজ করবেন?

    ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ক্রিম কেন আলাদা?

    ত্বক ভালো রাখার জন্য সকালে ও রাতে স্কিন কেয়ার করা জরুরি। আর এ জন্য অবশ্যই ইউজ করা প্রোডাক্টগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। সকালের সব প্রোডাক্ট যেমন রাতে ইউজ করা যায় না, আবার রাতের সব প্রোডাক্ট সকালে ইউজ না করাই ভালো। কিন্তু কেন এ পার্থক্য? জেনে নেবো আজকের ফিচার থেকেই।

     

    ডে ক্রিম কী?

    নাম শুনেই বোঝা যাচ্ছে এই ক্রিমটি দিনে ব্যবহারের জন্য। ডে ক্রিম সূর্যের ক্ষতিকর রশ্মি, ধুলাবালি থেকে স্কিনকে রক্ষা করে। এগুলো সাধারণত হালকা ঘনত্বের হয়। এতে তেল চিটচিটে ভাব থাকে না এবং স্কিনের সাথে দ্রুত মিশে যায়। এটি স্কিনকে ময়েশ্চারাইজ রাখে এবং নরম ও কোমল করে তোলে।

     

    ডে ক্রিম

     

    ডে ক্রিমে এসপিএফ থাকে বলে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক থাকে সুরক্ষিত। এটি এতটা লাইট যে মেকআপ অ্যাপ্লাইয়ের আগে প্রাইমার হিসেবেও ইউজ করা যায়। কিছু কিছু ডে ক্রিমে ভিটামিন সি, কোজিক অ্যাসিড, ভিটামিন ই থাকে। সাধারণত শক্তিশালী উপাদান যেমন- আলফা হাইড্রক্সি অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড এবং রেটিনল, যা সূর্যের আলোর সংস্পর্শে এসে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে, এমন উপাদান ডে ক্রিমে ব্যবহার করা হয় না।

    যে কারণে ডে ক্রিম ব্যবহার করবেন

    ডে ক্রিমের বেশকিছু বেনিফিট রয়েছে, যার কারণে এটি স্কিন কেয়ারে ইনক্লুড করতে হবে। এই ক্রিমের বেনিফিটগুলো হচ্ছে-

     

    ইউভি রে থেকে প্রোটেকশন দেয়

    বলিরেখা অথবা রিংকেল প্রতিরোধ করে

    এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ক্ষতিকর ফ্রি রেডিক্যালের হাত থেকে স্কিনকে প্রোটেক্ট করে

    বাইরের ধুলাবালি থেকে স্কিনকে রক্ষা করে

    শুষ্কতা রোধ করে স্কিনকে হাইড্রেটেড রাখে

    ডে ক্রিমের জন্য আমি কিছু প্রোডাক্টের সাজেশন দিচ্ছি-

     

    ডে অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিনে ক্রিম অ্যাপ্লাই

     

    নাইট ক্রিম কী?

    নাইট ক্রিম রাতে ব্যবহার করা হয়। কারণ এটির টেক্সচার ডে ক্রিমের তুলনায় কিছুটা ঘন হয়। নাইট ক্রিম ব্যবহারের পর এর কার্যকারিতা শুরু হয় রাতে ঘুমানোর পর থেকে। সাধারণত নাইট ক্রিমে অ্যান্টি এজিং উপাদান যেমন- রেটিনল থাকে যা সূর্যের রশ্মির সংস্পর্শে আসলে স্কিনে জ্বালাপোড়া করতে পারে। তাই এটিকে রাতে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments