ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নতুন অধ্যায় তৈরি করলেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি জয় ভট্টাচার্য। তাঁকে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ (NIH)-এর ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। এই সিদ্ধান্তের কথা ট্রাম্প ঘোষণা করেন ২৬ নভেম্বর। হবু মার্কিন প্রেসিডেন্ট তাঁর বিবৃতিতে জয়ের কাজের ভূয়সী প্রশংসা করেন। ট্রাম্প জানান, জয় ভট্টাচার্য বর্তমানে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে হেলথ পলিসির অধ্যাপক। তিনি ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিকস রিসার্চের রিসার্চ অ্যাসোসিয়েট এবং স্ট্যানফোর্ডের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটে সিনিয়র ফেলো পদে রয়েছেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেই তিনি এমডি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
জয় ভট্টাচার্যের গবেষণা মূলত দুর্বল শ্রেণির মানুষের জন্য স্বাস্থ্য প্রকল্প, বায়োমেডিক্যাল ইনোভেশন, এবং স্বাস্থ্য ও অর্থনীতির সংযোগ নিয়ে। তিনি স্ট্যানফোর্ডের সেন্টার ফর ডেমোগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স অফ হেলথ অ্যান্ড এজিংয়ের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। ট্রাম্প আরও জানান, রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে মিলে জয় এখন থেকে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে কাজ করবেন। এর আগে স্বাস্থ্য বিষয়ে ট্রাম্প ও কেনেডির সঙ্গে আলোচনা করে নিজের পরিকল্পনা তুলে ধরেন জয়। সেই পরিকল্পনাগুলোকেই গুরুত্ব দিয়ে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
জয় ভট্টাচার্যের শিকড় কলকাতায়। তাঁর জন্ম ১৯৬৮ সালে। ১৯৯০ সালে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৭ সালে স্ট্যানফোর্ড মেডিকেল স্কুল থেকে এমডি ডিগ্রি লাভ করেন। এরপর ২০০০ সালে তিনি স্ট্যানফোর্ড থেকেই অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। এই নিয়োগ বাঙালিদের জন্য গর্বের বিষয় এবং জয়ের কাজ আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।