Monday, March 27, 2023
Homeরাজনৈতিকডোমজুড়ে নিজের বিধানসভায় পা রাখতেই 'গো-ব্যাক' 'খেলা হবে' শ্লোগানের মুখে বিজেপি...

ডোমজুড়ে নিজের বিধানসভায় পা রাখতেই ‘গো-ব্যাক’ ‘খেলা হবে’ শ্লোগানের মুখে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়

ডোমজুড়ে নিজের বিধানসভায় পা রাখতেই আবার বিক্ষোভের মুখে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার নিজের প্রাক্তন বিধানসভায় বাইক র‍্যালির সূচনা করার কথা রাজীবের। তাঁর আগেই এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়।

বিজেপিতে যোগ দেওয়ার দিনই ডোমজুড় এলাকার তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ রাজীবের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। শলপ অঞ্চলের নেতা তথা ডোমজুড়ের আদি তৃণমূল নেতা কল্যাণ ঘোষের নেতৃত্বে বিরাট মিছিল বের হয় নানা অঞ্চলে। আশঙ্কা ছিলই ডোমজুড়ের মাটিতে পা রাখলেই রাজীবকে ঘিরে অশান্তি হবেই। আর আজ সেই আশঙ্কাই সত্যি করে রাজীবকে দেখে গো-ব্যাক শ্লোগান ডোমজুড়ের তৃণমূল কর্মীদের। যাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

রাজীবের বাইক র‍্যালির সামনেই জোরে জোরে বক্স বাজিয়ে খেলা হবে গান ও শ্লোগান দিয়েছেন শাসকদলের কর্মীরা। পাল্টা রাজীবের সঙ্গে থাকা বিজেপি কর্মীরাব ‘জয় শ্রী রাম’ শ্লোগান দেন। যার জেরে উত্তেজনা চরমে পৌঁছায়। তৃণমূলের এই বিক্ষোভে রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, ‘তৃণমূল বাংলার সংস্কৃতিকে অপমান করেছে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments