উপকরণ
1 টি লাল ড্রাগন ফল
1.5 কাপ হুইপড ক্রিম
রান্নার নির্দেশ সমূহ
1
প্রথমে ড্রাগন ফল অল্প জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
2
তারপর হুইপড ক্রিমের সঙ্গে মিশিয়ে পরিবেশন পাত্রে ঢেলে ওপরে কিউব অথবা ত্রিকোণ করে কাটা ড্রাগন ফল আর পুদিনাপাতা দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।