কেম্ব্রিজ অ্যানালেটিকা ও গ্লোবাল সায়েন্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। অভিযোগ, তারা ভারতের ৫ লাখ ৬২ হাজার ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করেছে। ২০১৮ সাল থেকে এই অভিযোগের তদন্ত করছে সিবিআই। নিশ্চিত হওয়ার পরই ব্রিটেনের এই দুটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তথ্যচুরির এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ফেসবুক ও কেম্ব্রিজ অ্যানালেটিকার কাছ থেকে বিশদ তথ্য চাওয়া হয়েছে। আইনবিরুদ্ধ কাজ, ভারতীয় ব্যবহারকারীদের তথ্যপাচার, তা ব্যবহার ভারতের নির্বাচনকে প্রভাবিত করার মতো অভিযোগে রয়েছে সিবিআইয়ের। পেসবুক জবাবে জানিয়েছে, ৫ লাখ ৬২ হাজার ব্যবহারকারীর তথ্য অবৈধভাবে ব্যবহার করা হতে পারে। সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছে, কেম্ব্রিজ ২০১৪ সালে অ্যানেলেটিকার সঙ্গে গ্লোবাল সায়েন্স রিসার্চ অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। অ্যানালেটিকাকে তাদের বাণিজ্যিক ব্যবহারের জন্য অধিকার দিয়েছিল গ্লোবাল।