More
    Homeবিনোদনতদন্তে সমন পাঠানো হয়েছিল রাখি সাওয়ান্তের কাছে, কিন্তু প্রাথমিকভাবে বেঁকে বসলেও অবশেষে...

    তদন্তে সমন পাঠানো হয়েছিল রাখি সাওয়ান্তের কাছে, কিন্তু প্রাথমিকভাবে বেঁকে বসলেও অবশেষে মত বদল অভিনেত্রীর! 

    ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’কে ঘিরে বিতর্কের রেশ কমেনি এখনও। রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়না তো তাঁদের মন্তব্যের জেরে ফাঁপরে পড়েছিলেনই, অন্যদিকে তদন্তে সমন পাঠানো হয়েছিল রাখি সাওয়ান্তের কাছেও। কিন্তু প্রাথমিকভাবে বেঁকে বসলেও অবশেষে মত বদল অভিনেত্রীর!

     

    বহুল আলোচিত এই অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” জনপ্রিয় ইউটিউবারের এহেন মন্তব্যে ছয়লাপ হয়েছিল নেটমাধ্যম। যদিও পরে রণবীর ক্ষমা চাইলেও, একের পর এক কটাক্ষে বিদ্ধ হতে হয়েছিল তাঁকে। এই ঘটনার পর অনুষ্ঠানে আসা অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। সেই তালিকা থেকে বাদ যাননি রাখিও। কারণ, আগে এই অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন তিনিও। ফলে তাঁকেও তলব করা হয়েছে মহারাষ্ট্র সাইবার সেলের তরফে।

     

    যদিও এই কারণে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাখি। একটি ভিডিয়োবার্তায় তিনি বলেছেন, “আমাকে তলব করার কোনও মানে নেই। আমাকে ভিডিয়ো কল করলেই সব উত্তর দিয়ে দিতাম।” রাখির কথায়, “তিনি একজন শিল্পী। ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, “আমি শুধু সাক্ষাৎকার দিতে গিয়েছিলাম। কোনও অশ্লীল কথা বলিনি বা কাউকে কোনও হেনস্থাও করিনি।” তবে সূত্রের খবর, এখন তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস মিলেছে রাখির তরফে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments