Monday, May 29, 2023
HomeUncategorizedতর্ক-বিতর্কের বাইরে শিব-বন্দনায় মগ্ন 'দ্য কেরালা স্টোরি' ছবির অভিনেত্রী আদা শর্মা

তর্ক-বিতর্কের বাইরে শিব-বন্দনায় মগ্ন ‘দ্য কেরালা স্টোরি’ ছবির অভিনেত্রী আদা শর্মা

সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক হিট হয়েছে। অভিনেত্রী আদা শর্মাকে একটি নতুন পরিচয় দিয়েছে ছবিটি। তিনি সাফল্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে একটি ভিডিও পোষ্ট করেছেন ইনস্টাগ্রামে। একটি শিব মন্দিরে তার জন্মদিন কাটিয়েছেন তিনি, ক্যাপশনে লেখা ছিল, এটিই তার সকল শক্তির গোপন উৎস। ইনি তাকে একই সঙ্গে শুভেচ্ছা পূর্ণ ফুলের তোড়া এবং প্রত্যাখ্যানকে গ্রহণ করার সাহস যোগান।

আদা তার ইনস্টা মাধ্যমে জানান, দর্শক থেকে সমালোচক সবাই অভিনয়ে প্রশংসা করেছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছবি নিয়ে অনুরূপ মন্তব্য প্রকাশ করেছেন। প্রেক্ষাগৃহে দর্শকদের দাড়িয়ে হাততালি কিংবা ক্রমাগত সিনেমা হল হাউসফুলের মেসেজ পাওয়া এসবই তার কাছে কল্পনাতীত। এভাবে আপন করে নেওয়ার জন্যে তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও লিখেছেন, যারা ছবিটিকে প্রচারমূলক ও অতিরঞ্জিত বলে ব্যাখ্যা দিয়েছেন তাদের অন্তত একটিবার ISIS শব্দটা অনলাইনে সার্চ করে দেখা উচিত, এতে তারা নিজেরাই ছবিতে দাবি করা তথ্যের সত্যতা বুঝতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments