তাঁর ম্যাচে উপস্থিতি মানেই বাড়তি অক্সিজেন লাল হলুদ শিবিরে। নতুন কোচ অস্কার ব্রুজোকে তাই ডার্বির আগেই হাজির করানোর জোড়জোড় চলছে ইস্টবেঙ্গলে। চার ম্যাচে শূন্য পয়েন্ট। ডার্বিতেই মশাল জ্বালাতে প্রস্তুতির কসুর করছে না ক্লেটন সিলভারা। জানা গেছে, অস্কার ব্রুজোর যে ভিসা সমস্যা হচ্ছিল, তা মিটে গেছে। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় তাঁকে কলকাতায় আনতে উদ্যোগী হয়েছেন কর্তারা। তাদের আশা ডার্বির আগেই চলে আসবেন ইস্টবেঙ্গলের নতুন কোচ। যদিও ডার্বির ডাগআউটে তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় হয়েছে। ডার্বির দায়িত্ব সামলাবেন বিনো জর্জই। কিন্তু গ্যালারিতেও অন্তত অস্কার ব্রুজোকে হাজির করাতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল।