‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই নির্মাতা এবং অভিনেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে নেটিজেনের একাংশ। এই ঘটনার জেরে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম কর্তৃপক্ষকে তলব করে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক। এবার ওয়েব সিরিজে দর্শকদের প্রতিক্রিয়া দেখে সর্বসম্মুখে ক্ষমা চাইলেন ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর। টুইট করে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে দর্শক মহলের একাংশ ওয়েব সিরিজের বেশ কিছু কন্টেন্ট নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগ তুলেছেন। অনেকেই ধর্মীয় ভাবাবেগে আঘাত উঠেছে বলে অভিযোগ তুলেছেন।
পরিচালক আরো লিখেছেন, ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ কল্পনার ওপর ভিত্তি করে তৈরি। কোনও ব্যক্তি এবং অভিনয় এবং ঘটনার সঙ্গে সাদৃশ্য পুরোপুরি কাকতালীয়। কলাকুশলীদের কারোরই আলাদা করে কোনো ধর্ম, ব্যক্তি, সম্প্রদায়, রাজনৈতিক কোনো দল অথবা ব্যক্তি, জীবিত বা মৃত কাউকে আঘাত আনার উদ্দেশ্য ছিল না। তাণ্ডবের অভিনেতা ও কলাকুশলীরা জনগণের উদ্বেগ প্রকাশ এবং ভাবাবেগে আহত হওয়ার বিষয়টি বিবেচনা করেন এবং নিঃশর্তভাবে ক্ষমা চাইলেন সকলের কাছে। অ্যামাজন প্রাইমের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে ওয়েব সিরিজের কলাকুশলীরা বিতর্কের মুখে নিঃশর্ত ক্ষমা চাইলেন।