More
    Homeবিনোদনতারকা সম্মান দিয়ে বারবার সুযোগ নয় জাতীয় দলে

    তারকা সম্মান দিয়ে বারবার সুযোগ নয় জাতীয় দলে

    • তারকা সম্মান দিয়ে বারবার সুযোগ নয় জাতীয় দলে। এই তত্ত্বই আনতে চাইছেন গৌতম গম্ভীর। লাগাতার খারাপ পারফরমেন্সে অনেকেই বিরাট কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিচ্ছেন। তবে তিনি বিরাট। তাই তার ভাবনাটাও আলাদা। জানা গেল, ইংল্যান্ড সফরের আগে কোহলি কাউন্টি খেলে নিজেকে প্রস্তুত করবেন। ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে পরিচিত হওয়ার জন্য কোহলি কাউন্টিতে খেলতে চান বলেই খবর। জুন-জুলাইয়ে হবে ইংল্যান্ড- ভারত টেস্ট। এমনিতেই খেলার বাইরে লন্ডনে থাকতেই পছন্দ করছেন বিরাট। পরিবারও সেখানেই থাকছে। সেইসূত্রে ইংল্যান্ডেই কাউন্টি ক্রিকেটে মন দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। এমনিতেই বিরাট কোহলি ১৩ বছর আগে শেষ রঞ্জি খেলেছেন। নেটিজেনদের একাংশ মনে করেন, সেরা সময় পেরিয়েছেন বিরাট কোহলি। এবার অবসরের কথা ভাবা উচিত তারকা ক্রিকেটারের।
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments