More
    Homeখবরতালাক দিয়ে “ডিভোর্স” নামে পারফিউমের ব্যবসা শুরু!

    তালাক দিয়ে “ডিভোর্স” নামে পারফিউমের ব্যবসা শুরু!

    স্বামীকে তালাক দিয়েছেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা। তালাক দিয়েই শিরোনামে তিনি। তালাক দিয়েছেন ইনস্টাগ্রামে। আর তালাক দেওয়ার পর পারফিউমের ব্যবসা শুরু করার মনস্থ করেন। কিন্তু তালাক তো আকছার হয়ে থাকে। তাহলে কেনই বা তাঁকে নিয়ে এত চর্চা শুরু হয়েছে। আসলে তালাক দিয়েই রাজকুমারী শুরু করতে চলেছেন পারফিউমের ব্যবসা। পারফিউমের নাম দিয়েছেন-“ডিভোর্স”।

     

    দুবাইয়ের রাজা মহম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে হলেন মাহরা। কিছুদিন আগে তাঁর ডিভোর্স হয়েছে ডিজিটালি! অর্থাৎ, ইন্সটাগ্রামে লিখে দিয়েছিলেন, তালাক তালাক তালাক! তারপর নিমেষেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার তিনি একটি নতুন পারফিউম লঞ্চ করতে চলেছেন। পারফিউমটির নাম রেখেছেন ‘ডিভোর্স’।

     

     

     

    এম ১ ব্র্যান্ডের অধীনে ‘ডিভোর্স’ নামে পারফিউম লঞ্চ করতে চলেছেন মাহরা। সেই পারফিউমের একটি টিজ়ারও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, কালো কাঁচের বোতল। ওপরে সাদা রঙে লেখা ‘ডিভোর্স’। পোস্টটি শেয়ার করতেই সুনামির মতো ধেয়ে আসতে শুরু করেছে কমেন্ট।

     

    ২০২৩-এর মে মাসে আরবের ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন শাইখা মাহরা । সোশ্যাল মিডিয়ায় ‘তিন তালাকের’ মাধ্যমে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করার পরেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। দুবাইয়ের রাজকুমারী এ বছরের জুলাই মাসে ইনস্টাগ্রামে এই পোস্টটি করেছিলেন। ডিভোর্স ঘোষণা করে তিনি লিখেছিলেন, প্রিয় স্বামী, তুমি তো অন্য সঙ্গীদের সঙ্গে খুবই ব্যস্ত, সেজন্য ডিভোর্স দিলাম। তালাক তালাক তালাক। ভাল থেকো। এ বছরের জুনে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন মাহরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments