More
    Homeআন্তর্জাতিকতালিবান দাপটের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মাত্রা ছিল ৪.৫

    তালিবান দাপটের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মাত্রা ছিল ৪.৫

    আফগানিস্তানের ঘটনা একটা পর একটা সামনে আসতেই সকলে আতঙ্কিত হয়ে পড়ছেন। এ কোন ছবি ? শিশু থেকে বয়স্ক কেউ রেহাই পাচ্ছেন না তালিবানদের অত্যাচার থেকে। আফগানিস্তানে তালিবানদের অবস্থান স্পষ্ট করেছে তালিবানি জঙ্গিরা। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় তালিবানদের দাপট যে কতটা ভয়ঙ্কর সেটা এখন কারোর অজানা নয়। আর এই সব কিছুর মাঝেই আফগানিস্তানে ফের বিপর্যয়। ভারতীয় সময়ে সকাল ১১ টা ২২ মিনিটে ফের ভূমিকম্পের জেরে কেঁপে উঠল আফগানিস্তান। ন্যাশনাল ফর সিসমোলজির তরফে এই বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৫ । কম্পনের উত্‍সস্থল ছিল কাবুল থেকে ১২২ কিলোমিটার উত্তর পূর্বে।

    তালিবান দাপটের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মাত্রা ছিল ৪.৫

    Read More-লাগাতার বৃষ্টির জেরে জাতীয় সড়কে ধস, বিচ্ছিন্ন বাংলা-সিকিম যোগাযোগ

    উল্লেখ্য , চলতি সপ্তাহে এখন পর্যন্ত দুবার কেঁপে উঠল আফগানিস্তান। গত মঙ্গলবার ভূমিকম্পের কম্পন অনুভূত হয় ফৈজাবাদ। সেদিন রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৫। ফৈজাবাদ থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উত্‍সস্থল। স্থানীয় সময় সকাল ৬টা ৮ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছিল । ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার ভূমিকম্প হল সে দেশে। একেই তালিবানি জঙ্গিদের অত্যাচার , তারউপর এই ভূমিকম্পে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে আফগানিস্তানীদের। বারেবারে এই ধরনের ভূমিকম্পে রীতিমতো আতঙ্কিত সকলেই । তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে ।

    Read More-৩১ অগস্ট অবধি আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী মোতায়েন থাকবে, ঘোষণা বাইডেনের

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments