তাহলে কি ইউ টার্ন নিল বিসিসিআই? ছাড় দিচ্ছে বিরাটদের? সর্বভারতীয় এক দৈনিক পত্রিকার দাবি তেমনই। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইতে স্ত্রী-পরিবারের সঙ্গে থাকতে পারবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।তবে তাতেও নাকি রয়েছে শর্ত। শুধুমাত্র একটি ম্যাচের জন্য তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবেন। কোন ম্যাচ, তা ক্রিকেটারদেরই নিজেদের মধ্যে আলোচনা করে বোর্ডকে জানাতে হবে। এরপর বোর্ড পদক্ষেপ নেবে। যদিও এর আগে সংবাদসংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটারদের স্ত্রী, সন্তান বা পার্টনারদের দুবাইয়ে নিয়ে যাওয়ায় অনুমতি দেওয়া হয়নি। সেইমতোই বিরাটদের একাকী দেশ ছাড়তেও দেখা যায়। বোর্ড যদিও এই নিয়ে কোনও মন্তব্য এখনও করেনি। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী, যদি কোনও সফর ৪৫ দিন বা তার বেশি হয় তাহলে কোনও ক্রিকেটার তাঁর পরিবারকে সঙ্গে রাখতে পারবেন সর্বাধিক ১৪ দিন। চ্যাম্পিয়ন্স ট্রফি ততদিনের নয়। এখন দেখার সত্যি কি হয়!