দোল, হোলিকে কেন্দ্র করে আগামী ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত এক ধৰ্মীয় উৎসবের পরিবেশ তৈরী হবে নবদ্বীপে। চলবে শ্রীকৃষ্ণের পূজা আর্চনা ও রঙের খেলা। এরই মধ্যে হঠাৎ এক বিতর্কিত মন্তব্য করে বসলেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। সম্প্রতি দোল উৎসবের প্রস্তুতিতে নবদ্বীপ পুরসভার তরফে একটি বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে বৈষ্ণব মঠের প্রধান ও বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আর সেখানেই নবদ্বীপবাসীর উদ্দেশ্যে দোলে মাছ-মাংস না খাওয়ার আবেদন করেন পুরপ্রধান বিমানকৃষ্ণ। তিনি বার বার করে বলেছেন যে এটা তার অনুরোধ।
সম্প্রতি দোল উৎসবের প্রস্তুতিতে নবদ্বীপ পুরসভার তরফে একটি বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে বৈষ্ণব মঠের প্রধান ও বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আর সেখানেই নবদ্বীপবাসীর উদ্দেশ্যে দোলে মাছ-মাংস না খাওয়ার আবেদন করেন পুরপ্রধান বিমানকৃষ্ণ। এই ধরনের খাদ্যের তালিকা তৈরী করে দেয় বিজেপি। আর তার বিরুদ্ধেই মমতার তীব্র প্রতিবার। তিনি বলেন, মানুষ কি খাবে, কি পরবে তা তার ব্যক্তিগত বিষয়। তা কখনো বিজেপি চাপিয়ে দিতে পারে না। তাই চেয়ারম্যান এই কথা কি করে বললেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।