More
    Homeখেলাতিনবার আইপিএল জিতেছে কেকেআর, তাই তিনটে স্টার,নাম জানেন এই তিন তারার?

    তিনবার আইপিএল জিতেছে কেকেআর, তাই তিনটে স্টার,নাম জানেন এই তিন তারার?

    তিনবার আইপিএল জিতেছে কেকেআর। তাই তিনটে স্টার। নাম জানেন এই তিন তারার? নাইটদের নতুন জার্সির রং বেগুনি এবং সোনালিই রয়েছে। লিগের ১৮তম সংস্করণের জন্য নতুন জার্সিতে তিন স্টারের লোগো দিয়েই তৈরি হয়েছে। ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালের ট্রিবিউট হিসেবে এটাকে দেখা হচ্ছে। আইপিএল জয়কে স্মরণীয় করে রাখতে তিনটে তারার নাম বদলে রাখা হয়েছে করব, লড়ব, জিতব। থ্রি স্টার জার্সি বাজারে এল ৩ মার্চ। অনেকটা ইচ্ছাকৃতই। নতুন জার্সি সামনে এনে একটি ভিডিও শেয়ার করেছে কেকেআর, ভিডিওতে রয়েছেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, বৈভব আরোরা, অনুকূল রায়, ময়াঙ্ক মারকাণ্ডেরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments