ঠাকুরদা, বাবার পর এবার নাতিও। তিন প্রজন্মের ইতিহাস ইতালির ফুটবলে। ১৯৬০ সালে আজুরিদের হয়ে অভিষেক ঘটেছিল ঠাকুরদা সিজার মালদিনির। বাবা পাওলো মালদিনির জাতীয় দলে অভিষেক ঘটে ১৯৮৮ সালে। আর ২০২৪ সালে এসে ইতালির হয়ে আত্মপ্রকাশ ঘটল নাতি দানিয়েল মালদিনির। নেশনস লিগে ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচে ৭৪ মিনিটে দানিয়েল নামেন পরিবর্ত ফুটবলার হিসেবে। তাতেই অনন্য এক অধ্যায়ের সূচনা হলো ইতালিয়ান ফুটবলে। এক পরিবারের তিন প্রজন্মের ইতালির জার্সি গায়ে চাপানোর নজির এটাই প্রথম। দাদা ও বাবার মতো দানিয়েল ডিফেন্ডার নন, বরং তিনি অ্যাটাকিং মিডফিল্ডার। তার তার শুরুটাও এসি মিলানে। ক্লাবের হয়ে তিনি গোল করায় তিন প্রজন্মের গোল করার ইতিহাস তৈরি হয়েছে।