তিন মাস ধরে বেতন মিলছেনা ডুয়ার্সের মাদারিহাট বীরপাড়া ব্লকের গ্যারগাণ্ডা চা বাগানের শ্রমিকদের। কাজ করে ও বেতন নেই শ্রমিকদের।
সোমবার বাগানের শ্রমিকরা রাস্তায় নেমে এল। এদিন শ্রমিকরা বীরপাড়া এলাকায় লঙ্কাপাড়া রোড অবরোধ করতে পথে নামে যদিও পুলিশ তাদের অবরোধ করতে দেয়নি। পরবর্তীতে শ্রমিকরা দীর্ঘ সময় সড়কের ধারে বসে থাকে।
শ্রমিকরা জানান তিন মাস ধরে বেতন মিলছেনা। কাজ করে ও বেতন মিলছেনা এর ফলে তারা সমস্যায় পড়েছে। দীর্ঘদিন আন্দোলন করে আসছে কিন্ত সমস্যার সমাধান হচ্ছেনা।