Sunday, September 24, 2023
HomeUncategorizedতিরুপতিতে কৃতির গালে চুমু পরিচালকের, আদিপুরুষ বয়কটর ডাক বিজেপির!

তিরুপতিতে কৃতির গালে চুমু পরিচালকের, আদিপুরুষ বয়কটর ডাক বিজেপির!

 

 

নেটপাড়ায় শোরগোল আদিপুরুষের ফাইনাল ট্রেলার আসার পর থেকেই। মঙ্গলবার রাতে পরিচালক ওমরাউথ আদি পুরুষের পুরো টিমকে নিয়ে হাজির হয়েছিলেন তিরুপতি তে। আর সেখানেই ২৪ ঘন্টা ফেরত না পেরোতে ফের বিতর্কের মুখে পরিচালক। প্রকাশ্যে পরিচালক ওমরাউত কৃতি সাননের গালে চুমু একেই করলেন বিতর্কে সূত্রপাত।

 

৭ই জুন পরিচালক কৃতি সাননকে নিয়ে হাজির হয়েছিলেন তিরুপতি দর্শনের। ভক্তদের ভিড়ে তাকে খুব সাবলীলাক্রমে অভিনেত্রী কৃতির গালে চুমু আঁকতে দেখা যায়। সেখান থেকে শুরু হয় বিতর্কের সূত্রপাত। পবিত্র স্থানে এরকম কাজ করার জন্য তুলোধোনা করলেন বিজেপি নেতা।

 

টুইটারে খোঁচা দিয়ে রমেশ নাইডু বলেছেন,” পবিত্র স্থানে ইহেন রঙ্গভঙ্গ দেখানো কি খুব জরুরি কৃতি সানন ওমরাউথ? ভেঙ্কটেশ মন্দিরে প্রকাশ্যে আলিঙ্গন করা চুম্বন খাওয়া খুবই অসম্মানজনক। কিছুতেই মেনে নেওয়া যাবে না।” তারপরেই নেট দুনিয়ায় হইচই দেখে সেই পোস্টটি মুছে ফেলেন রমেশ নাইডু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments