More
    Homeখবরতিস্তা জলবণ্টন চুক্তি সম্পর্কে ভাবনা চিন্তা শুরু মহম্মদ ইউনুসের

    তিস্তা জলবণ্টন চুক্তি সম্পর্কে ভাবনা চিন্তা শুরু মহম্মদ ইউনুসের

    হাসিনা ক্ষমতায় থাকতেই ভারতের সঙ্গে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশে গণঅভ্যুত্থানের জেরে পরিস্থিতি বদলে গিয়েছিল। হাসিনা দেশছাড়া হয়েছেন অনেকদিন। নতুন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান নিযুক্ত করা হয়েছে। মাঝে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে তার জেরে সবটাই থমকে গিয়েছিল। গত একমাসে কিছুটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। এবার ধাপে ধাপে পরিস্থিতি বদলাতে শুরু করে দিয়েছে। এবার আবার নতুন করে সাজাতে তৈরি করেছে বাংলাদেশ সরকার সেকারণে নতুন করে তিস্তা জনবণ্টন চুক্তি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন মহম্মদ ইউনুস।

     

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন মহম্মদ ইউনুস। নতুন করে সরকার গড়ার পর বাংলাদেশকে নতুন ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ ইউনুস বলেছেন ভারতের সঙ্গে তিস্তা জলবণ্টন চুক্তি বাস্তবায়িত করতে চান তিনি। যদিও ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতের সঙ্গে একাধিক বিষয়ে বিরোধিতা তৈরি হয়েছে ইউনুসের। হাসিনাহীন বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল। এমনকী ভারত দাবি করেছে, যেভাবে হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটে চলেছে তাতে আফগানিস্তান হতে আর বেশি দেরি নেই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments