তৃণমূলে যোগ দিলেন অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, ‘জলনুপূর’ ধারাবাহিক খ্যাত অভিনেতা লাভলি মিত্র এবং প্রখ্যাত সঙ্গীতশিল্পী রশিদ খানের কন্যা শাওনা খান। তৃণমূল ভবনে ব্রাত্য বসুর উপস্থিতিতে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তাঁরা।
উল্লেখ্য, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেন টলি নায়িকা কৌশানি, অভিনেতা পিয়া সেনগুপ্ত, অভিনেতা সৌরভ দাস। অন্যদিকে সম্প্রতি, বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, কৌশিক রায়। সূত্রের খবর, বিজেপিতে নাম লেখাচ্ছেন অভিনেতা হিরণ চক্রবর্তীও।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে টলিপাড়ার অনেক অভিনেতাদের সরাসরি রাজনীতিতে যোগ বেশ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, ‘তৃণমূলে যোগদানের জন্য অনেকে মুখিয়ে রয়েছেন। অনেক অভিনেতারা তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন। কারণ, তাঁরা মনে করছেন, এই সময় এই পতাকা হাতে তুলে নেওয়া দরকার। এখনও বাংলায় গণতন্ত্রের পরিবেশ রয়েছে। যাঁরা যোগদান করেছেন, এটা টোকেন মাত্র। সকলে যোগ দিতে চাইছেন’।