Friday, March 24, 2023
Homeরাজনৈতিকতৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিবপুর

তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিবপুর

তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিবপুরের উমাচরণ বোস লেন। সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন। একজনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে ঘটনার সূত্রপাত। ১৩ ই জানুয়ারি হাওড়া ময়দানে বিজেপির যোগদান মেলায় ওই এলাকার বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ওই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ, মুকুল রায়, অর্জুন সিং সহ দলের প্রথম সারির নেতারা। এরপরই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। শুক্রবার রাতে তৃণমূলের বেশ কয়েকজন কর্মী বিজেপি কর্মীদের ওপর হামলা করে বলে অভিযোগ। ওই ঘটনায় ৩ জন আহত হন। এরপর শনিবার সকালে সুজিত চৌধুরী নামে এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। হাতে ভোজালির কোপ মারা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় শিবপুর থানার বিরাট পুলিশ বাহিনী। বিজেপির সদরের সভাপতি সুরজিত্‍ সাহস বলেন, ”ওই এলাকা থেকে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদানের পরেই তৃণমূল পরিকল্পনামাফিক তাদের ওপর হামলা চালাচ্ছে। এতে আমাদের দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক ঘায়েল হয়েছেন। আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।” পুলিশ যদি ব্যবস্থা না নেয় তবে দলের পক্ষ থেকে শিবপুর থানা ঘেরাও করা হবে বলে হুমকি দেওয়া হয়।দু’দলের ঝামেলায় উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments