তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায়ের শ্যালক সৃজন রায়। বুধবার তৃণমূল ভবনে তাঁর হাতে ঘাসফুল পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু । ঘর ভাঙানোর খেলায় রোজই নতুন নতুন আঙ্গিক দেখা যাচ্ছে। বিজেপি ঘর ভাঙাচ্ছে তৃণমূল কংগ্রেসের। আর বিজেপির ঘর ভেঙে পালটা জবাব দিচ্ছে তৃণমূল কংগ্রেসও।
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছে রাজ্যে। কিন্তু দলের সর্বভারতীয় সহ–সভাপতি মুকুলের পরিবারেই এবার উলটপুরাণ। এবার পদ্মশিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সৃজন। ঘাসফুল শিবিরে যোগ দিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘এটা একেবারেই পরিবারতন্ত্র নয়। মুকুল রায়ের আত্মীয় বলে আলাদা কিছু নয়। আমি দীর্ঘদিন ধরে বুথস্তরে, ব্লকস্তরে কর্মীদের নিয়ে কাজ করেছি। এটা আমার চেনা মাঠ। সেই মাঠেই আবার নেমে পড়ব। কোনও অসুবিধা হবে না।’