তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল বীরভূমের ইলামবাজার।
শুক্রবার রাতে ইলামবাজার থানার খাদিমপুর গ্রামে বিজেপির কর্মী-সমর্থকরা পরিবর্তন যাত্রা থেকে ফিরছিলেন। অভিযোগ, তখনই তাঁদের উপর চড়াও হন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিজেপির কর্মীদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয়ে বিজেপি কর্মীরাও বেধড়ক মারধর করেন বলে অভিযোগ এসেছে। সংঘর্ষের জেরে উভয়পক্ষেরই বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবারও গ্রামে উত্তেজনা রয়েছে। সকালে বেশ কিছু তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এলাকায় চলছে পুলিশি টহলদারি।
পুরনো বিবাদকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। সংঘর্ষের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, শুক্রবার বিজেপি নেতা-কর্মীদের উস্কানিমূলক মন্তব্যের জেরেই এই ঘটনা ঘটেছে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন নেতৃত্ব। তাঁদের স্পষ্ট দাবি, ‘আমাদের কর্মীদেরকে বেধড়ক মারধর করা হয়েছে।’ বিজেপি আবার অভিযোগ করেছে, পরিবর্তন যাত্রা কর্মসূচি থেকে ফেরার পর তাঁদের ওপরই আক্রমণ করে শাসকদলের কর্মীরা।
তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল বীরভূমের ইলামবাজার
- Advertisement -
- Advertisment -