More
    Homeকলকাতাতৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত কসবা এলাকা

    তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত কসবা এলাকা

    তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে কসবা এলাকা।

    একে অপরের বিরুদ্ধে সরব তৃণমূল বিজেপি। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। ১০-১২ জনকে আটক করেছে পুলিস।

    ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগেই। শনিবার সকাল থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, কিছুদিন আগে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর চালান ও এক দলীয় কর্মীকে মারধর করেন। প্রতিবাদে কসবা থানায় স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেয় বিজেপি। বিজেপি কর্মীরা শনিবার মিছিল করে থানায় স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন।

    অভিযোগ, বিজন সেতুর কাছে সেই মিছিল পৌঁছতেই স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা হামলা করেন। মিছিলে থাকা কর্মীদের মারধর ও মহিলাদের ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। কয়েকজন বিজেপি কর্মী আহত হন।

    তৃণমূলের পাল্টা অভিযোগ, যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। বিজেপি কর্মীরা আচমকাই তাঁদের কর্মীদের উপরে হামলা চালান বলে পাল্টা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার পরে তৃণমূল- বিজেপি দু-তরফেই কসবা থানায় অভিযোগ জানানো হয়।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments