More
    Homeবিনোদনতৃতীয়বার বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত

    তৃতীয়বার বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত

    তৃতীয়বার বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত। শ্বশুরবাড়ি সুদূর পাকিস্তানে। পাত্র কে জানেন? জানা গিয়েছে, অভিনেত্রীর মন নাকি জিতে নিয়েছেন পাক পুলিশ অফিসার ডোডি খান। একইসঙ্গে আবার তিনি একজন অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাও।

     

    অন্দরমহলের ফিসফাস, ইসলামিক প্রথা মেনেই পাকিস্তানে বিয়ে সারতে চলেছেন তারকাজুটি। তবে রিসেপশন হবে ভারতে। পরবর্তীতে দুবাইতেই সারা জীবনের মতো সংসার বসাতে চলেছেন তাঁরা। আর মধুচন্দ্রিমা? শোনা যাচ্ছে দুবাইতে থিতু হওয়ার আগে সুইজারল্যান্ড অথবা নেদারল্যান্ডসেই প্রেমের সাগরে ডুব দেবেন তাঁরা।

     

    যদিও এই প্রসঙ্গে নেটিজেনরাও পেয়েছেন ইঙ্গিত। তার কারণ গত ২৭ জানুয়ারি ডোডি খান নিজেই একটি ভিডিয়োবার্তায় অভিনেত্রীর দিনে প্রশ্ন ছোড়েন, “বরযাত্রী নিয়ে কি ভারতে আসতে হবে, না একেবারে দুবাই যাব?” উত্তরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাখি লেখেন, “বন্ধুরা, আমি তোমাদের খুব ভালবাসি। যে কোনও পরিস্থিতিতেই ভালবাসব। সবর্দাই তোমরা আমার পাশে থেকেছ।’

     

    তবে কি সত্যিই পাকিস্তানবাসী মনের মানুষের গলায় মালা দিতে চলেছেন ভারতীয় অভিনেত্রী? একটি সাক্ষাৎকারে রাখি বলেছিলেন, “আমাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম, ওদেরও নজরে পড়েছিল কীভাবে আগের বিয়েগুলোর জন্য আমাকে হেনস্থা করা হয়। আমি অবশ্যই প্রস্তাবগুলির মধ্যে একটিকে বেছে নেবই। আমি পাকিস্তানিদের ভালোবাসি। আমার এখানে ফ্যানও প্রচুর।”

     

    উল্লেখ্য, এর আগে আদিল খান দুরানি ও রীতেশ রাজ সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাখি সাওয়ান্ত। রীতেশের সঙ্গে সংসার টেকেনি রাখির। তারপর আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য নিজের ধর্ম পরিবর্তন নিয়েও দু’বার ভাবেননি তিনি। বছর ঘুরতেই অশান্তি শুরু হয় আদিল ও রাখির সংসারে। যদিও তা নিয়ে কম উত্তাল হয়নি সমাজমাধ্যম। একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি থেকে শুরু করে নানা অভিযোগের ভিত্তিতে বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন তারকাজুটি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments