‘তোমার কথাই শেষ কথা! কে কী করবে তা তুমি ঠিক করে দেবে!’ শ্রীলেখা মিত্রের পোস্টে অভিনেত্রীকে খোঁচা অভিনেতা ভরত কলের। আরজি কর-কাণ্ডের প্রথম থেকেই সরব ছিলেন শ্রীলেখা। তবে বিভিন্ন সময়ে ইন্ডাস্ট্রির অন্দরে কামান দাগতেও ছাড়েননি তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্টে শ্রীলেখা লেখেন, ‘সুবিধাবাদী বলেছিলাম…মিলে গেছে তো? পোতিবাদ পোতিবাদ খেলা শেষ এবার সিনেমা দেখতে যেতে বলার ন্যাকামি। ব্যক্তিপুজো বন্ধ করুন এবার।’ প্রসঙ্গত, এখানে অভিনেত্রী কারও নাম না নিলেও অনেকেই অনুমান করেছেন যে নাম না করে স্বস্তিকার দিকেই নিশানা করেছেন শ্রীলেখা। তবে সেই পোস্টের কমেন্টেই ভরত কল লেখেন, ‘তোমার কথাই শেষ কথা! কে কী করবে তা তুমি ঠিক করে দেবে? এবার একটু বড় হও আর অন্যদের বিচার করা বন্ধ কর। নিজে যেটা করতে চাও। সেটাই কর। অন্যদের ঠিক করে দিও না কে কী করবে। এইসব কথার মাধ্যমে শুধুই তোমার বিরক্তিটা প্রকাশ পাচ্ছে। এটা দেখে আমার সেই মানুষটার কথা মনে পড়ছে যে রাস্তার সারমেয়দের খেতে দেওয়ার আগে লাইভ করে। মানুষকে না দেখিয়ে ওদের খেতে দাও! সহ-অভিনেতা হিসেবে এটাই উপদেশ দিতে পারি যেটা তোমার ইচ্ছে কর। কিন্তু অন্যদের পরামর্শ দিও না।’ পাল্টা উত্তর দিয়েছেন অভিনেত্রীও। সরাসরিই অভিনেতাকে উদ্দেশ্য করে লেখেন, ‘তুমি নিজে তৃণমূল সমর্থক বলে আমার পোস্ট দেখে বিরক্ত লাগছে। তাও দেখ।’ এখানেই শেষ নয়। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত পুজোর ছবির নাম উল্লেখ করেও তিনি লেখেন, ‘এত অসুবিধা থাকলে আমার পোস্ট কেন দেখ? যাও টেক্কা দেখ। এমন ভাব দেখাচ্ছ যেন কোনওদিন কিছু বলনি তাঁদের সম্পর্কে।’ সঙ্গে তিনি এও জানান মানুষকে দেখিয়ে পথকুকুরদের খাওয়ানো নিয়ে তাঁর কোনও আফসোস নেই।