‘তোমার চোখটা একেবারে তোমার বাবার মতো।’ রাইমা সেনের সঙ্গে প্রয়াত বাবার মিল খুঁজে পেলেন সুদীপা চট্টোপাধ্যায়। গত ১৯ নভেম্বর প্রয়াত হন অভিনেত্রী রাইমা সেনের বাবা ভরত দেববর্মা। শেষ সময়ে বাবার কাছে না থাকতে পারার আফসোস কুড়ে কুড়ে খেয়েছে অভিনেত্রীকে। সমাজমাধ্যমে বাবার একগুচ্ছ ছবি পোস্ট করে শ্রদ্ধা জানালেন তিনি। আর সেই ছবি দেখেই বাবা-মেয়ের মধ্যে সাদৃশ্য খুঁজে পেলেন সুদীপা। রাইমার মুখের গড়নের সঙ্গে অনেকেই দিদিমা সুচিত্রা সেনের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। তবে অভিনেত্রীর চোখের সঙ্গে নাকি মিল রয়েছে বাবা ভরতের। রাইমার ছবিতে কমেন্ট করে সুদীপা লেখেন, ‘অবিশ্বাস্য, তোমার চোখটা একেবারে তোমার বাবার মতো। তোমার সঙ্গে তোমার বাবার মিলই বেশি। ওঁর আত্মার শান্তি কামনা করি।’