‘তোমার সঙ্গে প্রতিটা দিন আরও দারুণ হয়ে ওঠে…’ গুঞ্জন তো আগেই ছিল। এ বার কি তাতেই বসল সিলমোহর? ‘বন্ধু’ নিখিল জৈনের জন্মদিনে অভিনেত্রী সৌরসেনী মিত্রের পোস্ট দেখে ইঙ্গিত মিলছে কিছুটা তেমনই। নিখিলের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েই কম চর্চা নেই নেটমহলে। কানাঘুষো খবর, পেশাদারিত্বের গণ্ডি পেরিয়ে নাকি ব্যক্তিগর স্তরেও পৌঁছেছে তাঁদের মধ্যেকার সম্পর্ক। সেই জল্পনাই যেন খানিকটা বাড়িয়ে দিল নিখিলের জন্মদিনে অভিনেত্রীর পোস্ট। যেখানে নিজেদের একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমাদের মধ্যে আরও ঝগড়া আর মন ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে।’ অভিনেত্রীর সেই পোস্টের উত্তরেই আবার নিখিল লেখেন, ‘তোমার সঙ্গে প্রতিদিন আরও দারুণ হয়ে ওঠে…’