Wednesday, June 7, 2023
HomeUncategorizedতোরজোর শুরু হয়ে গেল পঞ্চমী ও কিঞ্চলের গায়ে হলুদের, এবার কী করতে...

তোরজোর শুরু হয়ে গেল পঞ্চমী ও কিঞ্চলের গায়ে হলুদের, এবার কী করতে চলেছে চিত্রা?

পঞ্চমী ধারাবাহিকটিতে কিঞ্জলকে পঞ্চমীর থেকে দূরে করতে গুরুদেব বাবা এসেছে। হাজার চেষ্টা করেও পঞ্চমীর থেকে কিঞ্জর কে দূরে সরাতে পারেনি বজ্রভানু।তাহলে শেষ পর্যন্ত পঞ্চমী সক্ষম হলে তার বাবুকে বশীকরণ থেকে মুক্ত করতে।

তাই এখন সবাই চাইছে বাড়ির যে কিঞ্জলের সঙ্গে পঞ্চমীর বিয়ে দিতে। কিন্তু কিঞ্জল বলছে এই বিয়েতে পঞ্চমী কিছুতেই রাজি হবে না। তখন পঞ্চমী এসে বলে সে এই বিয়েতে রাজি।

তাই সেই জন্য পঞ্চমী ও কিঞ্জলের গায়ে হলুদ হচ্ছে। ছোট কাকির বৌমা হলুদ নিয়ে এসেছে বলছে পঞ্চমী গায়ে লাগাতে। তখন মিলি বলে ওঠে পঞ্চমী আগে কি গায়ে লাগাবে আগে তো তিনজনের গায়ে হলুদ লাগানো হবে। বলেই ওর হাত থেকে গায়ে হলুদের বাটিটা নিয়ে ছোট কাকিকে দিয়ে দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments