More
    Homeঅনান্যত্বকের ধরণ ভেদে অসাধারণ পাঁচটি টোনার

    ত্বকের ধরণ ভেদে অসাধারণ পাঁচটি টোনার

    অনেকে টোনিং বাদ দিয়ে শুধুমাত্র ক্লিনজিং আর ময়েশ্চারাইজিং এর উপর জোর দেন। সেক্ষেত্রে মনে রাখা জরুরি যে, টোনিং এ দুটো ধাপের মতই সমান গুরুত্বপূর্ণ। কারণ, এতে করে ত্বকের বন্ধ লোমকূপ খুলে যায় বিধার ময়েশ্চারাইজার খুব ভালোভাবে স্কিনে কাজ করতে পারে।আপনাদের সুবিধার্থে সহজলভ্য উপাদানে টোনার তৈরির কিছু পদ্ধতি আলোচনা করা হলঃ

     

    টোনার ১ (স্বাভাবিক ত্বক)

     

    প্রয়োজনীয় উপাদান-

     

    শশার রস

    মধু

    পদ্ধতিঃ

     

    একটি পরিষ্কার পাত্রে এক কাপ পরিমাণ শশার রস নিন। তাতে এক টেবিল চামচ মধু নিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হওয়ার পর কটন বলে নিয়ে মুখে লাগান। বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন লাগান।

     

    টোনার ২

     

    প্রয়োজনীয় উপাদান-

     

    তরমুজ

    পদ্ধতি –

     

    টুকরো করে নিন। তারপর তা বীজসহ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এটি ত্বকের সাথে মানিয়ে গেলে নিয়মিত ব্যবহার করুন।

     

    টোনার ৩ (শুষ্ক ত্বক)

     

    প্রয়োজনীয় উপাদান-

     

    ভেজিট্যাবল অয়েল

    লেবুর রস

    মধু

    পদ্ধতি –

     

    একটি বাটিতে ১/৪ টেবিল চামচ ভেজিট্যাবল অয়েল নিন। তাতে ১/৪ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ১০ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।

     

    টোনার ৪ (তৈলাক্ত ত্বক)

     

    প্রয়োজনীয় উপাদান-

     

    গাজরের রস

    শশার রস

    পুদিনার রস

    লেবুর রস

    পদ্ধতি –

     

    ৪ টেবিল চামচ শশার রসে, ২ টেবিল চামচ গাজরের রস, ১ টেবিল চামচ পুদিনার রস এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ফ্রিজে রেখে আইস কিউব করুন। এ আইস কিউব মুখে আলতো করে রাব করুন। প্রতিদিন টোনার হিসেবে ব্যবহারে সতেজতা উপভোগ করুন।

     

    টোনার ৫ (যেকোন ধরণের ত্বক)

     

    প্রয়োজনীয় উপাদান –

     

    গোলাপ জল

    Lavender Essential Oil

    Rose Geranium Essential Oil

    Palmarosa Essential Oil

    Patchouli Essential Oil

    Ylang Ylang Essential Oil

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments